টঙ্গীতে আলোর মিছিল শিক্ষা পরিবারের উদ্যোগে সেলাই মেশিন বিতরন
বি এ রায়হান, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে আলোর মিছিল শিক্ষা পরিবারের উদ্যোগে ও আরটিভির সার্বিক সহযোগীতায় শত পরিবারকে স্বাবলম্বী করার জন্য 'স্বনির্ভরায়ন কার্যক্রম' প্রকল্পের শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৯ মে সকাল ১০টায় টঙ্গীর উত্তর আরিচপুর এলাকার আলাের মিছিল স্কুল ক্যাম্পাসে অনাড়ম্বর এই অনুষ্ঠানের আয়ােজন করা হয়। আলাের মিছিল শিক্ষা পরিবারের চেয়ারম্যান সৈয়দ মুজিবুর রহমান শাহ্ এর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক আখতার হােসেনের সঞ্চালনায় অনুষ্ঠান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইন্সপিরসন ওয়েল ফেয়ার সােসাইটির সাধারন সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম। কার্যক্রমটি উদ্ধাধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ -পুলিশ কমিশনার মােহাম্মদ ইলতুৎ মিশ। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর মােঃ আবুল হােসেন, আরটিভি ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মােঃ রাসেল আহামেদ ও বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব বিল্লাল হােসেন মােল্লা। অনুষ্ঠান আরাে উপস্থিত ছিলেন, টঙ্গী থানা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মােহাম্মদ আলী ভুঁইয়া, আরটিভি সিনিয়র ক্রাইম রিপাের্টার মােঃ অভি ইসলাম, আরটিভি জেদ্দা প্রতিনিধি মোঃ হানিস সরকার উজ্জল, টঙ্গী প্রতিনিধি তরিকুল ইসলাম তারেক,বাংলাদশ প্রতিদিন টঙ্গী প্রতিনিধি আফজাল হােসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় দুস্থ অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরনের মাধ্যমে স্বনির্ভরায়ন কার্যক্রমের উদ্ভোধন করা হয়। পরবর্তীতে সেবা গ্রহিতাদের কর্মউদ্দিপনা ও অগ্রগতি মান উন্নয়নের জন্য আর্থিক সহযোগীতা সহ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির কথাও বলা হয়।